শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় হুইপ স্বপন আহত আটক ১

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় জাতীয় সংসদের হুইপ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক উদ্ধার করে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন, জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তাঁর গানম্যান ডিএসবির সহকারি উপপরিদর্শক কামাল হোসেন ও প্রাইভেটকার চালক মনজুর হোসেন আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হুইপ স্বপন গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারে জয়পুরহাটে যাচ্ছিলেন। মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে হুইপ স্বপনসহ তিনজন আহত হন।
চিকিৎসায় সুস্থ হবার পর জয়পুরহাটে না গিয়ে রাজশাহীর উদ্দেশ্যে তিনি মান্দা ত্যাগ করেন। সংবাদ পেয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া (বিপিএম), মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, ইউএনও আব্দুল হালিম, মান্দা থানার ওসি মোজাফফর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, আহত হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তার গানম্যান ও চালককে চিকিৎসা দেয়া হয়েছে। পরে তিনি মান্দা হাসপাতালে চিকিৎসা নিয়ে জয়পুরহাটে না গিয়ে ঢাকায় ফিরে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন