শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ঈদের পর জমকালো অনুষ্ঠানে শিরোপা উদযাপন

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। শুক্রবার উষা ক্রীড়া চক্রের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মেরিনার কর্মকর্তা ও সমর্থকরা মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ভিআইপি বক্স ও গ্যালারিতে ভাঙচুর চালায়। এ ঘটনা নাড়া দেয় হকি ফেডারেশনকে। তাই তারা ঈদুল ফিতরের পর মেরিনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। এমনটাই জানান লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা। এদিকে প্রিমিয়ার হকির প্রথম শিরোপা জয় করে এখন উচ্ছসিত মেরিনার কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকরা। শিরোপা উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে তারা। গতকাল ক্লাবের সাধারণ সম্পাদক রানা হাসান জানান, ঈদের পর জমকালো অনুষ্ঠানে শিরোপা উদযাপন করবে মেরিনার।
১৯৭২ সালে আরামবাগে এই ক্লাবটির প্রতিষ্ঠার পর দীর্ঘদিন তারা দেশের বিভিন্ন খেলাধুলায় নিজেদের জড়িয়ে রেখেছে। এর আগে ২০০৬ ও ২০১০ সালে প্রিমিয়ার হকিতে রানার্সআপ হলেও এবারই প্রথম চ্যম্পিয়ন ট্রফি ঘরে তুললো মেরিনার। তবে দীর্ঘ খরা কাটিয়ে হকির শিরোপা জিতলেও এই সাফল্যে কলংকের দাগ লেপ্টে রয়েছে। শুক্রবার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে মেরিনার ও ঊষা ক্রীড়া চক্র মুখোমুখি হয়েছিল। ম্যাচে মেরিনার জয় পেলেও খেলা চলাকালীন মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ভিআইপি বক্স ও গ্যালারিতে মেরিনার কর্মকর্তা ও সমর্থকরা ভাঙচুর করেন, যা অনাকাক্সিক্ষতই ছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হকি ফেডারেশনের সাধারন সম্পাদক আবদুস সাদেকসহ অন্য কর্মকর্তাদের বসার স্থান ভিআইপি বক্সের চেয়ার ও সামনের গøাস ভেঙে ফেলেন মেরিনার সমর্থকরা। আর এতেই নাকি উষার খেলোয়াড়রা ভয় পেয়ে যান। যে কারণে দু’গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় ঊষা। ম্যাচ শেষে ঊষার কোচ মামুন-উর রশিদ এমন তথ্যই জানান। তিনি বলেছিলেন, ‘হকি স্টেডিয়ামে মেরিনারের তান্ডবের ফলে ঊষার খেলোয়াড়রা ভীত সন্তস্ত্র হয়ে পড়ে। দু’গোলে এগিয়ে থাকার পরও আমরা ম্যাচে হেরেছি। এর একমাত্র কারণ মেরিনারের স্বন্ত্রাসী কর্মকান্ড।’ এদিকে স্টেডিয়ামের ভিআইপি বক্স ও গ্যালারীতে ভাঙ্গচুর ও হকি অঙ্গণকে কলুষিত করার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রিমিয়ার হকির লিগ কমিটি। কাল লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা বলেন, ‘আমরা ঈদের পরেই কমিটির সভায় এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবো। ঘটনার জন্য দায়ীরা কোনভাবেই রেহাই পাবে না। শাস্তির মুখে পড়তে হবে তাদের।’ শিরোপা উদযাপন সম্পর্কে মেরিনার সাধারণ সম্পাদক রানা হাসান বলেন, ‘আমরা তিন-চারটা অনুষ্ঠানের চিন্তা-ভাবনা করে রেখেছি। প্রথম শিরোপা জয়ের উদযাপনকে স্মরণীয় করে রাখতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে খেলোয়াড়দের বেøজার প্রদানসহ পুরষ্কৃত করা হবে।’ তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান আলহাজ একেএম মমিনুল হক সাঈদ তার ঘোষিত ১০ হাজার ডলার বোনাস খেলোয়াড়দের মাঝে দেয়া শুরু করেছেন। দলের জার্মান কোচ গেরহার্ড পিটার ৪ জুলাই দেশে ফিরে যাবেন। বিদেশী খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানি ইশতিয়াক ও কেনিয়ান উইলি শুক্রবার রাতেই ফিরে গেছেন। আরেক পাকিস্তানি তৌফিক ও চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় টমাস আজ স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন