শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। তুর্কি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। তিনি জানান, বিভিন্ন ইস্যুতে সংসদের কয়েকজন নেতার সঙ্গেও বৈঠক করবেন এরদোগান। গত মঙ্গলবার জানানো হয়েছিল যে, তুরস্কের প্রেসিডেন্ট আগামী ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবেন। এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রেসিডেন্ট এরদোগানের আসন্ন এই সফর ইসলামাবাদ এবং আঙ্কারার সম্পর্ককে আরো শক্তিশালী করবে। ইমরান খান আশা করেন, এরদোগানের সফরের মধ্যদিয়ে পাকিস্তানের বাণিজ্য খাতে নানা ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। দু দেশের মধ্যকার বাণিজ্যকে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানের খনিসহ বিভিন্ন খাতে তুরস্ক সহযোগিতা করতে
পারে। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন