শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৩ পিএম

পাকিস্তান ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক হতে যাচ্ছেন তারকা ব্যাটসম্যান বাবর আজম। ইতিমধ্যে এ ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে। সেটি এখন ফাঁকা পড়ে আছে। সেখানেই স্থলাভিষিক্ত হতে পারেন বাবর। খবর ক্রিকেট পাকিস্তান ডটকম ও দ্য উইক।

গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। ব্যর্থতার গ্লানি নিয়ে গেল অক্টোবরে এ ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়তে হয় সরফরাজকে। বাকি দুই সংস্করণ টেস্ট ও টি-টোয়েন্টি থেকেও তাকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিস্ময়করভাবে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে অধিনায়ক হন আজহার আলী। আর সংক্ষিপ্ত ভার্সনে ইনফর্ম ব্যাটার বাবরকে বেছে নেয় পাক বোর্ড।

তবে তাৎক্ষণিকভাবে দলের সামনে কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় সেসময় অধিনায়ক হিসেবে কারো নাম ঘোষণা করেনি পিসিবি। পাকিস্তানের পরবর্তী ওডিআই রয়েছে ৩ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে। তাতে একদিনের ক্রিকেটেও অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠতে পারে বাবরের হাতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন