শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কমনওয়েলথ ক্রিকেটে যুক্ত হলো নারী ক্রিকেট

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০২৪ সালে রোম অলিম্পিকের স্বাগতিক মর্যাদা পেল বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরে যুক্ত হবে ক্রিকেট। ইতোমধ্যে এ আশ্বাস পেয়েছে আইসিসি। তবে অলিম্পিকে ক্রিকেট যুক্ত হবার আগেই কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট ডিসিপ্লিন। ১৯৯৬ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে যুক্ত হয়েছিল ক্রিকেট ডিসিপ্লিন। যে ডিসিপ্লিনে অংশ নিয়েছে বাংলাদেশ দল। এরপর আর কমনওয়েলথ গেমসে ঠাঁই হয়নি ক্রিকেটের। ২০২২ সালে ডারবানে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে ক্রিকেট ডিসিপ্লিন থাকছে। তবে ছেলেদের নয়, ইভেন্টটি হবে মেয়েদের। স্কটল্যান্ডের এডিনবার্গে আইসিসি’র সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভা শেষে এ সিদ্ধান্তের কথা মিডিয়া রিলিজে জানিয়ে দিয়েছে আইসিসি। নারী ক্রিকেটের বিশ্বায়নে ২০২২ সালে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে ক্রিকেট ডিসিপ্লিন যুক্ত করার কথা জানিয়েছেন আইসিসি’র চেয়ারম্যান শশাংক মনোহর।
এদিকে এডিনবরায় সদ্য সমাপ্ত আইসিসির বার্ষিক সাধারণ সভায় দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ফর্মুলা প্রবর্তন নিয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হতে পারেনি আইসিসি। এমনকি ১৩ দেশকে নিয়ে ওয়ানডে লীগ প্রবর্তনের আইডিয়াও অনুমোদিত হয়নি এই সভায়। এবারের সভায় আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো বদল ও তিন সংস্করণেই নতুন প্রতিযোগিতার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত আরো আলোচনার প্রয়োজন আছে। আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে একটি ওয়ার্কশপে কাঠামো বদলের পরিকল্পনা নিয়ে আরও বিশদ আলোচনা হবে বলে মিডিয়া রিলিজে জানিয়েছে আইসিসি। সভা শেষে আইসিসি’র প্রধান নির্বাহীকে উদ্ধৃত করে মিডিয়া রিলিজে বলা হয়েছেÑ ‘আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেরই গুরুত্ব সদস্য দেশগুলো বুঝতে পেরেছে ও মেনেছে। অনেক দিক থেকেই এটি জটিল একটি ব্যাপার। তবে এখন পর্যন্ত এসব সভায় আলোচনার অগ্রগতিতে আমি সন্তুষ্ট। দুবাইয়ের ওয়ার্কশপের দিকে তাকিয়ে আছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন