বিগ ব্যাশ লিগের শিরোপা পুনরুদ্ধার করল সিডনি সিক্সার্স। গতকাল শিরোপা নির্ধারণী ম্যাচে মেলবোর্ন স্টার্সকে ১৯ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো সিডনি। ২০১১-১২ মৌসুমে প্রথমবার আয়োজিত অস্ট্রেলিয়ার ঘরোয় এই ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছিল সিডনি সিক্সার্স। দীর্ঘ ৯ বছর পর আবারো ট্রফি ঘরে তুলল সিক্সার্স। অপরদিকে তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ অপ‚র্ণই রয়ে গেল মেলবোর্ন স্টার্সের। বৃষ্টি বিঘিœত ম্যাচে টস হেরে ১২ ওভারে ৫ উইকেটে ১১৬ রান তোলে সিডনি সিক্সার্স। ১৫ বলে অপরাজিত ২৭ রান করেন জর্ডান সিল্ক ও স্টিভ স্মিথ করেন ১২ বলে ২১। স্টার্সের হয়ে অ্যাডাম জ্যাম্পা ও গেøন ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট। জবাবে ৬ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয় মেলবোর্ন স্টার্স। ৫৪ রানের মধ্যে নাথ্যান লায়ন, জশ হেইজেলউড, স্টিভ ও’কিফরা তুলে নেন ৬ উইকেট। ২৬ বলে দুটি করে ছক্কা-চারে ৩৮ রানে অপরাজিত থাকেন নিক ল্যার্কিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন