শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নাসিমের হ্যাটট্রিকে বিপদে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:১৪ পিএম | আপডেট : ৬:২২ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভাল শুরু করে টাইগাররা। উদ্বোধনী জুটি থেকেই আসে ৩৯ রান। তামিম-সাইফের জুটি ভাঙেন পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ। সাইফ ফিরলে শান্তকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন তামিম ইকবাল। চার বিরতি পর্যন্ত সামাল দিয়েছিলেনও, সে পর্যন্ত দ্বিতীয় উইকেট জুটিতে তামিম-শান্ত তোলেন ১৪ রান। তবে চা-বিরতি থেকে ফিরেই ইয়াসির শাহর বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। দলীয় ৫৩ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের। এর আগে তামিম ইকবাল সংগ্রহ করেন ৩৪ রান।

এরপর তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। মাত্র ৫৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ দলের তৃতীয় উইকেট জুটিতে অর্ধশতকের জুটি গড়ে দলীয় শতক পূর্ণ করেন। তবে মুমিনুলের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার পর্বে ৩৮ রান করেন শান্ত। এরপর উইকেটে আসেন নাইটওয়াচম্যান হিসেবে তাইজুল ইসলাম। কিন্তু নাসিম শাহ'র আগুন ঝরা বোলিংয়ে একে একে ফিরে যান তাইজুল আর মাহমুদুল্লাহও। আর তাতেই হ্যাটট্রিক পূর্ণ হয় ১৬ বছর বয়সী নাসিম শাহর।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৪ রান। উইকেটে আছেন মুমিনুল হক (৩৫) এবং মোহাম্মদ মিঠুন (০)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন