শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উঁকি দিচ্ছে ইনিংস ব্যবধানে হার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৫৪ পিএম | আপডেট : ৬:৫৬ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলকে ইতিবাচক শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি কেউই।

তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তবে শেষ বিকেলে দারুণ এক হ্যাটট্রিকে পাকিস্তানকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেছেন নাসিম শাহ। ২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে চতুর্থ দিনে অধিনায়ক মুমিনুলের ব্যাটের দিকে তাকিয়ে আছে সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ১ম ইনিংস : ২৩৩ ও ২য় ইনিংস : ৪৫ ওভারে ১২৬/৬ (তামিম ৩৪, সাইফ ১৬, শান্ত ৩৮, মুমিনুল ৩৭*, তাইজুল ০, মাহমুদউল্লাহ ০, মিঠুন ০, লিটন ০*; আফ্রিদি ১১-২-৩৫-০, আব্বাস ১১.৪-৫-২০-০, নাসিম ৮.২-২-২৬-৪, ইয়াসির ১১-২-৩৩-২, আসাদ ৩-০-১২-০)

পাকিস্তান ১ম ইনিংস : ১২২.৫ ওভারে ৪৪৫ (মাসুদ ১০০, আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩, শফিক ৬৫, হারিস ৭৫, রিজওয়ান ১০, ইয়াসির ৫, আফ্রিদি ৩, আব্বাস ১* নাসিম ২; ইবাদত ২৫ -৬-৯৭-১, আবু জায়েদ ২৯-৪-৮৬-৩, রুবেল ২৫.৫-৩-১১৩-৩, তাইজুল ৪১-৬-১৩৯-২, মাহমুদউল্লাহ ২-০-৬-০)

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন