বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেন্দ্র পরিবর্তনের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবীতে বিক্ষোভ করেছে পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে তাদের দাবীর বিষয় তুলে ধরে বলেন, গত ২১ জানুয়ারি সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সরকারি শহীদ বুলবুল কলেজ কেন্দ্র পরিবর্তন হয়ে পাবনা সিটি কলেজে পরীক্ষার কেন্দ্র ঘোষণা করা হয়। কিন্তু আকস্মিকভাবে পূর্বে ঘোষিত কেন্দ্র আবার পরিবর্তন করে সরকারি শহীদ বুলবুল কলেজে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যা আমাদের পরীক্ষার্থীর মানসিক ভাবে ভালো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।
ছাত্রীদের অভিযোগ, বুলবুল কলেজে পরীক্ষা দিতে গেলে নানা সমস্যায় পড়তে হয় তাদের। নিরাপত্তাহীনতা, ইভটিজিংসহ শিক্ষকদের পরীক্ষার সময় অসহযোগিতা ও নানা ধরনের হয়রানীর অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা আরো বলেন, বুলবুল কলেজে বিভিন্ন মহল থেকে পরীক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকিও দেয়া হচ্ছে। আর এই কারণে সরকারি বুলবুল কলেজ থেকে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে অন্য যে কোন কলেজে করার দাবি করেন শিক্ষার্থীরা।
এই বিষয়ে পাবনা জেলা প্রশাসক কবির মাহামুদ সাংবাদিকদের বলেন, পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের জন্য উভয় কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। তবে এই বিষয়টি মোটেও ভালো নয়। শিক্ষার্থীরা কেন পড়াশোনা বাদ দিয়ে পরীক্ষার কেন্দ্রের কথা মাথায় আনবে। এর পেছনে অন্য কোন বিষয় রয়েছে। যে সকল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয় সকল কলেজের প্রধানদের সাথে কথা বলবো। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। কি কি নিরাপত্তা আর সমস্যা পড়তে পারে শিক্ষার্থীরা সেটি দেখা হবে এবং তাদের দাবির বিষয়টি বিবেচনা করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ রিয়াজুল ইসলাম ১৭ অক্টোবর, ২০২০, ৯:৩০ এএম says : 0
এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে চাই আমাদের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গড়াই নদীর দক্ষিণে অবস্থিত। আমরা কুমারখালী সরকারি কলেজে পড়াশোনা করি। আমরা নদীর এপার থেকে অনেক স্টুডেন্ট এই কলেজে পড়াশোনা করি। আমাদের পরীক্ষা কেন্দ্র আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ। যেটা একটা বেসরকারি কলেজ। আমাদের বাড়ি থেকে কলেজটির দ্রুত্ব অনেক দূর,, আমাদের অনেক সময় ভোগান্তির মধ্যে পড়তে হয়,,, এই ভোগান্তি নিরসনে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে,,,, কুমারখালী মহিলা কলেজে আমাদের পরীক্ষা নিতে হবে,,, তাহলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো,,,, আমাদের বাড়ি থেকে নদী পার হতে হয়,,, তারপর আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে যেতে হয়,,, যেটি কুমারখালী থেকে আরো 8 থেকে 9 কিলোমিটার দূরে। তাই আমাদের একটাই দাবি সেটি হচ্ছে আমাদের পরীক্ষা কেন্দ্র কুমারখালী মহিলা কলেজে করা হোক। সকল শিক্ষার্থীর পক্ষে মোঃ রিয়াজুল ইসলাম উচ্চমাধ্যমিক শিক্ষার্থী কুমারখালী সরকারি কলেজ কুমারখালী কুষ্টিয়া
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন