মিশরের উত্তর সিনাই প্রদেশের একটি সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সাত সেনাসহ ১৭ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর বার্তাসংস্থা সিনহুয়া।
এক বিবৃতিতে মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র তামের আল-রেফাই জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা উত্তর সিনাইয়ের একটি সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা বানচাল করতে পেরেছে। সন্ত্রাসীদের হামলায় দুই অফিসারসহ সাত সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়। পরে সেনাবাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়।
সেনা মুখপাত্র আরো জানান, ঘটনার সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৪ চাকার যানবাহন ধ্বংস হয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থলে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন