রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রিকেটে বিশ্বকাপের উপরে কিছু হয় না : পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৬:২০ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের দলের সাফল্য অন্য যেকোনো অর্জনের চেয়ে সর্বোচ্চ। বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে এটিই সেরা। যুবাদের এই প্রাপ্তির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও, যুবাদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।

পাপন বলেন, ‘বিশ্বকাপ, বিশ্বকাপ। এর উপরে কিছু হতে পারে না। এসিসির জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ, আইসিসির জন্য বিশ্বকাপ।’

তিনি বলেন, ‘ক্রিকেটে বিশ্বকাপের উপরে কিছু হয় না। এই চ্যাম্পিয়ন আগামী দুই বছর থাকবে বাংলাদেশ। এই সময়টাতে আমরা গর্বে থাকতে পারব, এটাই বড় কথা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন