শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়া সান্তাহার পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ১৭ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর এলাকার পরিচ্ছন্নতা, সুন্দর্যবর্ধনের পরিকল্পনার ঘোষণাসহ নতুন কোন কর আরোপ ছাড়ায় সম্প্রতি পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এ বাজেট ঘোষণা করেন। ১ কোটি ২৯ লক্ষ ৩৬ হাজার ২০০ টাকা ঘাটতি দেখিয়ে প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষমাত্রা ৬ কোটি ৬০ লক্ষ ১৬ হাজার ২ শত টাকা ও উন্নয়ন খাতে ১১ কোটি ১৫ লক্ষ টাকা ধরা হয়েছে। পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি এস.এ.এম রফিকুন্নবি উপ পরিচালক স্থানীয় সরকার বগুড়া, বিশেষ অতিথী হিসেবে রেজাউল করিম উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পৌর সভার পৌর প্রকৌশলী রেজাইল ইসলাম, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জারজিস আলম রতন, ডাক্তার হামিদুর রহমান রানা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক গোলাম আমবিয়া লুলু এবং স্থানীয় গণমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন