নানা বাড়ি বেড়তে গিয়ে পুকুরে ডুবে মাহিম খান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। শিশুটি রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মিজান খানের ছেলে।
রায়েন্দা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শহিদুল খান জানান, বৃহস্পতিবার বিকেলে মঠেরপাড় গ্রামে নানা মোশারেফ আকনের বাড়িতে মা-বাবার সঙ্গে বেড়াতে যায় ছোট্ট মাহিম। পরের দিন সকাল ১০টার দিকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সাতার না জানা শিশুটি পুকুরে পড়তে পারে এমন সন্দেহে স্বজনরা তল্লাশি করে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
উপজেলা সদর রায়েন্দা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মিজান খান ও গৃহিনী কারিমা বেগমের দুই ছেলে, এক মেয়ের মধ্যে মাহিম সবার ছোট। মর্মান্তিক এই ঘটনায় শোকের মাতম চলছে ওই পরিবারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন