শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

করোনা ভাইরাস শনাক্তে বাংলাদেশকে ৫শ কিট দিচ্ছে চীন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩২ পিএম

করোনা ভাইরাস শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে পাঁচশ কিট উপহার দেওয়া হয়েছে। আর চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ।  আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, করোনা ভাইরাস শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে পাঁচশ কিট উপহার দেওয়া হয়েছে। এসব কিট দিয়ে ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে। আগামী দুই দিনের মধ্যে কিটগুলো বাংলাদেশে পৌঁছাবে। 

এ সময় রাষ্ট্রদূত চীন সরকারের দেওয়া এই উপহারের কপি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি হস্তান্তর করেন।

ড. মোমেন বলেন, একমাত্র সিঙ্গাপুর ছাড়া কোথাও কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া এই ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চীনা প্রজেক্ট ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়বে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। আর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজারের কিছু বেশি।

 

K‡ivbv fvBivm kbv‡³ evsjv‡`k‡K 5k wKU w`‡”Q Pxb

K~U‰bwZK msev``vZv

K‡ivbv fvBivm kbv‡³ Pxb miKv‡ii c¶ †_‡K evsjv‡`k‡K cuvPk wKU Dcnvi †`Iqv n‡q‡Q| Avi Pxb miKvi‡K gv¯‹, Møvfm Dcnvi w`‡q‡Q evsjv‡`k|  AvR †iveevi (16 †deªæqvwi) ciivóª gš¿Yvj‡q GK msev` m‡¤§j‡b G Z_¨ Rvbv‡bv nq|

gš¿Yvj‡q Av‡qvwRZ msev` m‡¤§j‡b e³e¨ iv‡Lb ciivóªgš¿x W. G †K Avãyj †gv‡gb I XvKvq wbhy³ Pxbv ivóª`~Z wj wRwgs|

msev` m‡¤§j‡b ivóª`~Z wj wRwgs e‡jb, K‡ivbv fvBivm kbv‡³ Pxb miKv‡ii c¶ †_‡K evsjv‡`k‡K cuvPk wKU Dcnvi †`Iqv n‡q‡Q| Gme wKU w`‡q fvBivm kbv³ Kiv m¤¢e n‡e| AvMvgx `yB w`‡bi g‡a¨ wKU¸‡jv evsjv‡`‡k †cuŠQv‡e|

G mgq ivóª`~Z Pxb miKv‡ii †`Iqv GB Dcnv‡ii Kwc ciivóªgš¿xi nv‡Z Zy‡j †`b|

msev` m‡¤§j‡b ciivóªgš¿x e‡jb, K‡ivbv fvBivm wb‡q mg‡e`bv cÖKvk K‡i Pxbv †cÖwm‡W›U wk wRbwcs‡K wPwV w`‡q‡Qb cÖavbgš¿x †kL nvwmbv| wZwb Rvbvb, Pxb miKvi‡K gv¯‹, Møvfm Dcnvi w`‡q‡Q evsjv‡`k| ciivóªgš¿x Pxbv ivóª`~Z‡K cÖavbgš¿xi †`Iqv wPwV n¯ÍvšÍi K‡ib|

W. †gv‡gb e‡jb, GKgvÎ wm½vcyi Qvov †Kv_vI †Kv‡bv evsjv‡`wk K‡ivbv fvBiv‡m AvµvšÍ nqwb| GQvov GB fvBiv‡mi cwi‡cÖw¶‡Z evsjv‡`‡ki Pxbv cÖ‡R± I e¨emv-evwY‡R¨ cÖfve co‡e bv|

†kl Lei cvIqv ch©šÍ K‡ivbv fvBiv‡m AvµvšÍ n‡q †gvU GK nvRvi 669 R‡bi g„Zy¨ n‡q‡Q| Avi wek¦Ry‡o Avµv‡šÍi msL¨v 69 nvRv‡ii wKQy †ewk|

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন