ঢাকার সাভারে ট্রাকের ধাক্কায় রিকশার যাত্রী এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় রিকশায় থাকা নিহতের স্ত্রী ও চালক আহত হলেও গুরুতর না হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সুহাতি গ্রামের সাইফুর রহমানের ছেলে। তিনি সাভারের রাজফুলবাড়িয়া পানপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে একেএইচ নিটিং এন্ড ডাইং নামক পোশাক কারখানায় কাজ করতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সকালে আব্দুর রশিদ তার স্ত্রীকে নিয়ে কুড়িগ্রাম থেকে সাভার রাজফুলবাড়িয়ায় আসেন। বাস থেকে নেমে তারা রিকশাযোগে পানপাড়া এলাকার ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন। পরে রিকশাটি ঢাকা-আরিচা মহাসড়ক পার হতে গেলে ঢাকামুখী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
তখন রিকশা থেকে ছিটকে পরে রশিদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া তার স্ত্রী ও রিকশাচালক সামান্য আহত সা নিয়েছে।
তিনি বলেন, ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন