নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জাওয়ানী নামক স্থানে শনিবার ভোরে ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (১৮) নামক এক হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত হেলপার বিল্লাল হোসেন টাঙ্গাইল জেলার কালহাতি উপজেলার বাসিন্দা।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত আনুমানিক ৫টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে জাওয়ানী নামক স্থানে একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় দুর্গাপুর উপজেলা থেকে বালুবাহী আরেকটি দ্রুতগতির ট্রাক শ্যামগঞ্জের দিকে যাওয়ার পথে দাঁড়ানোর ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার বিল্লাল হোসেন ট্রাক থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে পূর্বধানা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন