মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে যুথী বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টার উপজেলার বালিয়াটি রশিদপুর এলাকা থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। যুথী বেগম বালিয়াটি রশিদপুর এলাকার ওয়াসেল চৌধুরীর স্ত্রী।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেন, বালিয়াটি ইউনিয়নের রশিদপুর এলাকা থেকে যুথী নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানোর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন