শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইসলামপুরে নারীর গোসলের ছবি তোলায় দুই ভুয়া সাংবাদিক গণধোলাইয়ের শিকার

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৩ এএম

কক্সবাজারের ঈদগাঁহ ইসলামপুরে গোসলরত অবস্থায় এক নারীর ছবি ও ভিডিও ধারণ করায় দুই ভুয়া সাংবাদিককে গনধোলাই দিয়েছে এলাকাবাসী।

ওয়াসিম মিয়া ও আরিফুল ইসলাম আশরাফ নামে কথিত ওই দুই ভুয়া সাংবাদিককে এলাকাবাসী গনধোলাই দেয় বলে খবর পাওয়া গেছে।

পরে স্থানীয় সচেতন যুবকরা এগিয়ে এসে উদ্ধার করে নিরাপদে কক্সবাজার পৌঁছে দিয়েছেন তাদেরকে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার ঘটনাটি ঘটে ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী গ্রামে।

গণধোলাইয়ের শিকার কথিত দুই সাংবাদিক ভবিষ্যতে এ রকম কর্মকাণ্ড করবে না বলে অঙ্গিকারনামা দিলে ছেড়ে দেন স্থানীয়রা।

জানা গেছে, ঘটনার সময় নাপিত খালী এলাকার এক মহিলা (সঙ্গত কারণে নাম গোপন রাখা হল) বাড়ির আঙ্গিনায় নলকূপে গোসল করছিল এ সময় দুই যুবক পাহাড়ে উঠে ছবি এবং ভিডিও ধারণ করে।

বিষয়টি পরিবারের এক সদস্য দেখতে পেয়ে চিৎকার দেয়। তার শোর চিৎকারে স্থানীয় শত শত লোকজন এগিয়ে এসে তাদেরকে ধরে ফেলে। ছবি ও ভিডিও করার জন্য তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভুঁইফোড় একটি পেপার ও অপর একটি ইউটিউব চ্যানেলের পরিচয় পত্র প্রদর্শন করে।

এতে এলাকাবাসীর কাছে সন্দেহ হওয়ায় স্থানীয় পেশাদার সাংবাদিকদের খবর দেয়। তারা এ রকম পেপার ও ইউটিউব চ্যানেলের অস্তিত্ব খুঁজে পায়নি।
এসময় স্থানীয় সচেতন নাগরিকরা গিয়ে গনধোলাই থেকে তাদের উদ্ধার করে অঙ্গিকারনামা নিয়ে নিরাপদে কক্সবাজার পৌঁছে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন