খুলনার ফুলতলা উপজেলায় সাইকেল চুরির সময় এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, রোববার রাত ১১ টার দিকে ফুলতলা উপজেলার উত্তরবাজারে সাইকেল চুরি করার সময় মিলন (২৮) নামে ওই যুবক ধরা পড়ে। এ সময় জনতা তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সে উপজেলার দামোদর সাহাপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সে সাইকেল-মোটরসাইকেল চুরির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন