চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিলার চৌদ্দগ্রামে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশের (কোবা)।
এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে চৌদ্দগ্রাম নজুমিয়া ফাযিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রæপের পরিবেশ বিভাগের ডেপুটি ম্যানেজার হোসাইন মোহাম্মদ কাউছার। কোবা’র চেয়ারম্যান আনোয়ার হোসেন লিমনের সভাপতিত্বে এবং সদস্য মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানা মসজিদের খতিব রাশিদুল হাসান জাহাঙ্গীর, কোবা’র সেক্রেটারী আনোয়ার হোসেন সবুজ, এডভোকেট সাজ্জাদ ও কাউছার প্রমুখ।
উলেখ্য, ২০১৪ সালে একদল বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (কোবা) নামক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, পথশিশু ও গরীবদের মাঝে নতুন পোশাক এবং ঈদ সামগ্রী বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন