শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আমার মন্ত্রী এমপি হওয়ার দরকার নেই জাকের পার্টি চেয়ারম্যান

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৬ পিএম

পাকুরিয়াবাসীর উৎসাহ আর মুহুর্মুহু তাকবীরের গর্জনের মধ্যে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, আমার এলাকাবাসী আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালবাসতে চাই। আপনাদের ভালোবাসা পেতে চাই। আমার মন্ত্রী এমপি হওয়ার দরকার নেই। বরং মন্ত্রী-এমপি বানানো দরকার।

আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পাকুরিয়ার বিশ্ব আবির্ভাব মঞ্জিলের মাঠে পাকুরিয়ার সর্বস্তরের এলাকাবাসীর বিশাল এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এলাকার সমবেত ৫ হাজারের অধিক মানুষকে ভাত, গরুর গোশত, ডাল, দই ও মিষ্টি সহযোগে আপ্যায়ন করেন। নিজ হাতে প্লেটে খাবার তুলে দেন। পুরো আপ্যায়ন মঞ্চে বসে তদারকি করেন। এ সময় তিনি জনগনের উদ্যেশ্যে বলেন, আমি আমার মাটি পাকুরিয়ায়ার ভাষা ভুলে যাই নি। এখনো পুরো বলতে পারি।

বক্তৃতাকালে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, মুল ক্ষমতা হচ্ছে আদর্শ। আদর্শ যার থাকে তার ক্ষমতার লোভ থাকে না। টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাউ, জনগন সাড়া দেয়। বিশেষ প্রযয়োজনে আমাকে নির্বাচন করতে হয়েছে।তবে তা এমপি হওয়ার জন্য নয়।
পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, ইসলাম কোন ভূখা নয়। ভাষা নয়। ইসলাম হচ্ছে পথ। আল্লাহ প্রাপ্তির পথে নিরন্তর সাধনার পথ। এই শিক্ষা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md.Ahasan ২৭ মে, ২০২০, ১০:৩৯ পিএম says : 0
Allahu akbr
Total Reply(0)
Justice TARIQ ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:৪১ পিএম says : 0
I appreciate the decision not be M P,Real politicians are created of MP and Minister।। Elections be held Division wise on separate dates and in all centre local leaders must be present to oversee the polling and it's be oversee by C C Cameras
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন