সব সময়েই আমি কেরানীগঞ্জে ঈদ করি। কারণ এখানেই আমার বাবার বাড়ি। আর পাশেই শশুর বাড়ি। তাই অন্য কোথাও গিয়ে ঈদ করতে হয় না আমাকে। তবে আমার কাছে ঈদের আনন্দটা অন্যরকম। ঈদের দিন বাবার বাড়ি থেকে খেয়ে শশুর বাড়ি যাই। আবার শ্বশুরবাড়িতে ঈদ উৎসব করেই বাবার বাড়ি চলে আসি। তবে দু’টি বাড়ি পাশাপাশি থাকায় ঈদ আনন্দটা খুঁজতে বাইরে যেতে হয় আমাকে। স্বামী ও সন্তানকে নিয়ে বিকালে ঘুরে বেড়াই এদিক-সেদিক। সেখানেই খুঁজে বেড়াই ঈদ আনন্দ। তবে এবার সব কিছু ছাপিয়ে গুলশানের জঙ্গি হামলার ঘটনা মনে করে কষ্ট পাবো। এই কষ্ট নিয়েই ঈদ উদযাপন করতে হবে এবার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন