স্পোর্টস ডেস্ক : ইতালির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইেব্রকারে গোল করতে ব্যর্থ হওয়ার বিষয়টি এখনও পোড়াচ্ছে টমাস মুলারকে। অদূর ভবিষ্যতে আর পেনাল্টি কিকই নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির এই ফরোয়ার্ড। ফ্রান্সের বোর্দোতে গত শনিবার টাইব্রেকারে ইতালিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে উঠে জার্মানি। টাইব্রেকারে প্রথম ৫টি করে নেওয়া শটে দুদলের তিনজন করে বল জালে পাঠাতে ব্যর্থ হন। জার্মানির হয়ে গোল করতে পারেননি মেসুত ওজিল, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ও মুলার। স্পোর্ট বিল্ডকে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মুলার বলেন, ‘আগামী দুই সপ্তাহ আমি কোনো পেনাল্টি কিক নেব না। পেনাল্টি নিয়ে আমি আমার টেকনিকের উপর কিছু কাজ করব এবং প্রায় এক বা দুই মাসের মধ্যে নিখুঁততর হয়ে ফিরব। আমি পিছিয়ে আসব এবং এখনকার মতো কাজটি অন্যদের করতে দেব।’ এবারের ইউরোতে বাকি ম্যাচগুলোয় দলের প্রয়োজন হলে অবশ্য পেনাল্টি নিতে এগিয়ে আসবেন বলেই জানান মুলার, ‘আবার যদি কোনো ম্যাচ টাইব্রেকারে যায় এবং আমাদের কাউকে প্রয়োজন হয়, আমি আছি। কিন্তু আমি নিজে থেকে পেনাল্টি নেওয়ার কথা বলব না।’
বায়ার্নের হয়ে ২০১৫-১৬ মৌসুমটা ভালো কাটানো মুলার এবারের ইউরোতে এখনও গোলের দেখা পাননি। জার্মানি জিতে চলেছে বলে নিজের গোল-খরা নিয়ে উদ্বিগ্ন নন মুলার, ‘একটি গোল পেতে চেষ্টা করে যাব আমি। এটা হলে ভালো। আমি গোল না পেলেও যদি আমরা ফাইনাল জিতি, আমি হয়ত সংবাদ মাধ্যমের বাহবা অতটা পাব না, কিন্তু তারপরও শিরোপা বাড়ি নিয়ে যাব আমি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন