শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেঞ্চুরি পেলেন আরভিন, তবুও আফসোস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। শুধু অপরাজিত থাকতে পারলে নিশ্চিতভাবেই জিম্বাবুয়ের প্রথম ইনিংস লম্বা হতো। কিন্তু আরভিনকে অপরাজিত থাকতে দিলেন না নাঈম হাসান। দিনের খেলা শেষ হওয়ার ১০ বল আগেই বোল্ড হয়ে গেলেন আরভিন। ক্যারিয়ারের তিন নম্বর সেঞ্চুরিটা তার আটকে গেল ১০৭ রানে। জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে দিন শেষ করেছে।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে প্রথম দিনটা পার করে না আসার আফসোসই ঝরেছে আরভিনের কন্ঠে,‘ আমি আউট হয়ে যাওয়ায় ওদের পাল্লা ভারী হয়ে গেল। কাল অপরাজিত থেকে আবার নামতে পারলে ভালো হতো।’

মিরপুরের উইকেট ছিল ব্যাটিংবান্ধব। এমন উইকেটে দারুন বোলিং করেছেন বাংলাদেশি বোলাররা। তারা লাইন লেংথ বজায় রেখে বল করে গিয়েছেন। আরভিন বাংলাদেশি বোলারদের প্রশংসা করে বলে গেলেন,‘ উইকেট খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। রান কম করেছি। কিছু রান বেশি করা দরকার ছিল এবং কিছু উইকেট কম গেলে আমাদের জন্য আদর্শ হতো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন