শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

জাতীয় বিমা দিবসের শোভাযাত্রা ২৯ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫৭ পিএম

জাতীয় বিমা দিবস- ২০২০ উপলক্ষে রাজধানী ঢাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৯ ফেব্রুয়ারি শনিবার। ওই দিন সকাল ৯টায় শেরেবাংলা নগর মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হবে এ শোভাযাত্রা। এক চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে।

এর আগে জাতীয় বিমা দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১ মার্চ সকাল ৭ টায়। শেরেবাংলা নগর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের আড়ং মোড়ের বিপরীত পাশ থেকে শুরু হওয়ার কথা ছিল এ শোভাযাত্রা। গত ১৮ ফেব্রুয়ারি বিমা কোম্পানিগুলোকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানসহ দেশের সরকারি-বেসরকারি ৭৮টি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির প্রায় সাড়ে ৩ হাজার কর্মকর্তা এই শোভাযাত্রায় অংশ নেয়ার কথা রয়েছে। বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ মার্চ প্রথমবারের মতো দেশে পালিত হবে জাতীয় বিমা দিবস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন