শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাইওনিয়ার লিগে এফসি ব্রাহ্মণবাড়িয়া তৃতীয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৩৭ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অনূর্ধ্ব-১৫) ফুটবল লিগের এবারের আসরে তৃতীয় হয়ে তৃতীয় বিভাগ লিগে খেলার যোগ্যতা অর্জন করল এফসি ব্রাহ্মণবাড়িয়া। মঙ্গলবার পল্টন ময়দানে লিগের স্থান নির্ধারণী ম্যাচে এফসি ব্রাহ্মণবাড়িয়া ২-১ গোলে গ্রীণ ওয়েলফেয়ার সেন্টারকে হারিয়ে তৃতীয়স্থান অর্জন করে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন মো. শফিকুল ইসলাম। ম্যাচ সেরা নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া দলের অধিনায়ক তৌহিদুল ইসলাম মিঠু। খেলা শেষে এফসি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন যুবরাজ বলেন,‘এবারের পাইওনিয়ার লিগে তৃতীয় হয়ে আমার দল আগামী মৌসুমে তৃতীয় বিভাগ লিগে খেলার যোগ্যতা অর্জন করল। খেলোয়াড়দের জন্যই ক্লাবের এই সাফল্য। আমি দলের সব খেলোয়াড়কে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই ক্লাবের সকল কর্মকর্তাকে। খেলোয়াড়দের পাশাপাশি কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমেই এফসি ব্রাহ্মণবাড়িয়া এবার পাইওনিয়ার লিগে ভালো করেছে।’ তিনি যোগ করেন,‘পাইওনিয়ার লিগে সেরা চারে থাকার লক্ষ্য নিয়েই এবার দল গড়েছিলাম। আল্লাহ আমাদের আশা পূরণ করেছেন। আগামী মৌসুমে শক্তিশালী দলই গঠন করবো ইনশাল্লাহ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন