শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাভাইরাস; মৃতের সংখ্যা বেড়ে ২৭৬৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৭ এএম

দিন দিন বেড়েই চলছে করোনাভাইরাসের প্রকোপ। এবার চীনের বাইরে হঠাৎই বেড়ে গেছে সংক্রমণের হার। এতদিন শুধু চীনে গুরুতর হলেও এবার এর বাইরেও আতঙ্ক সৃষ্টি করেছে এটি। চীনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর ভাইরাসের উৎসস্থলের বাইরে সর্বাধিক মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে।

মঙ্গলবার চীনে নতুন করে আরও ৪০৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে এদিন প্রাণ গেছে অন্তত ৫২ জনের।

বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হুবেই প্রদেশেই রয়েছেন ৪০১ জন। নতুন মৃত্যুর ঘটনাও সবগুলোই এ প্রদেশে।

চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭১৫ জন, আক্রান্ত হযেছেন ৭৮ হাজার ৬৪ জন। দেশটির মূল ভূখণ্ডের বাইরে মারা গেছেন আরও ৪৮ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৬৭ জন।

চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এপর্যন্ত ১ হাজার ১৪৬ জনের শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন অন্তত ১১ জন।

ইতালিতে ৩৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১১ জন। হংকংয়ে আক্রান্ত ৮৫, মৃত্যু দুইজনের; জাপানে আক্রান্ত ১৫৯, মৃত্যু একজনের; সিঙ্গাপুরে ৯১ জন করোনায় আক্রান্ত; যুক্তরাষ্ট্রে ৫৩ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

সূত্র: সিএনবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আরিফ হোসেন ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৯ পিএম says : 0
করোনা ভাইরাসের চিকিৎসা হলোঃ আধা কাপ গরম পানির মধ্যে এক চাই চামচ মধু,১/৪চা চামচ কালিজিরার তেল,এক চা-চামচ লেবুর রস মিশিয়ে দিনে তিন বার খাওয়ার পরে খেতে হবে।দয়া করে মজা মনে করবেন না;এটি আমার আবিস্কা। সুস্থ না হওয়া পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হবে।সাত দিনের মধ্যে অসুখ ভালো হলেও চল্লিশ দিন ওষুধ খেতে হবে।
Total Reply(0)
আরিফ হোসেন ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৯ পিএম says : 0
করোনা ভাইরাসের চিকিৎসা হলোঃ আধা কাপ গরম পানির মধ্যে এক চাই চামচ মধু,১/৪চা চামচ কালিজিরার তেল,এক চা-চামচ লেবুর রস মিশিয়ে দিনে তিন বার খাওয়ার পরে খেতে হবে।দয়া করে মজা মনে করবেন না;এটি আমার আবিস্কা। সুস্থ না হওয়া পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হবে।সাত দিনের মধ্যে অসুখ ভালো হলেও চল্লিশ দিন ওষুধ খেতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন