বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপি যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ঢাকা মহানগর জজ কোট এলাকা থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে ধোলাইখাল মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় হাবিব উন নবী খান সোহেল বলেন, দেশনেত্রীকে অন্যায়ভাবে সকল আইনি অধিকার লঙ্ঘন করে কারারুদ্ধ করে রেখেছে। এই সরকারের আমলে আইনের শাসন ও ন্যায়বিচার পাওয়া একেবারেই শূণ্যের কোঠায়। মানুষের ন্যায়বিচার পাওয়ার আর কোন জায়গা নেই।
রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন