শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘৬টি রোগের চিকিৎসায় সরকার টাকা দিচ্ছে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

কিডনিরোগসহ ৬টি রোগের চিকিৎসায় রোগীপ্রতি ৫০ হাজার টাকা দিচ্ছে সরকার।এ জন্য ডায়াবেটিস রোধে গণসচেতনতা সৃষ্টির আহবান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গতকাল শুক্রবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। দেশব্যাপী ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে।
প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও সমাজসেবাখাতসহ দেশের সকলক্ষেত্রে সরকারের ব্যাপক উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অনেক প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়মিত ভাতা প্রদানছাড়াও প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশুদের শিক্ষা-উপবৃত্তির ব্যবস্থা করছে। পাশাপাশি ক্যান্সার, কিডনিরোগসহ ৬টি রোগের চিকিৎসায় রোগীপ্রতি ৫০ হাজার টাকাও আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে। তিনি ডায়াবেটিসরোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়ে মিডিয়ার সর্বাত্মক সহায়তা কামনা করেন।
ডায়াবেটিক সমিতির সভাপতি একে আজাদ খানের সভাপতিত্বে সভায় শিশুদের ডায়াবেটিস এবং প্রতিকার বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন ডা: বিদৌরা জাবীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বারডেম হাসপাতালের ডিজি অধ্যাপক জাফর এ লতিফ, সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন