বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মহাখালীতে বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত বিচারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালী আমতলী এলাকায় রাফি আহমেদ শিপু (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ১০ লাখ টাকা চাঁদা না দেওয়াতে অনন্ত নামের স্থানীয় আরেক যুবক তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের মা। গত শুক্রবার রাতে মহাখালীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে গতকাল বিকেলে শিপুর হত্যাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা।
নিহত শিপু শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কাপাসপাড়া গ্রামের সবজি ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে। সে পরিবারের সাথে মহাখালীর হাজারী পাড়া এলাকায় বসবাস করত।
নিহতের মামা আজগর জানান, গত শুক্রবার রাতে মহাখালীর আমতলী এলাকার একাদশ ক্লাবের কাছে বসে এক বন্ধুর সাথে গল্প করছিল শিপু। এ সময় স্থানীয় অনন্ত নামে এক বকাটে যুবক এসে ‘আমাকে তুই চিনিস’ বলেই বুকে ছুরি মারে। পরে পিঠে ও পাঁজরে আরও দুবার ছুরি মারে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে গতকাল ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
শিপুর মা রিনা বেগমের অভিযোগ, ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অনন্ত নামে এক বখাটে তার ছেলেকে খুন করে।
বনানী থানার এসআই এসএম আহসান হাবিব জানান, প্রাথমিকভাবে ঘটনার সাথে অনন্ত একাই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তিনি আরো জানান, গতকাল বিকেল পর্যন্ত লাশ দাফন নিয়ে শিপুর পরিবার ব্যস্ত থাকায় তারা মামলা করেনি। তবে খুব শীঘ্রই মামলার করবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে, গতকাল বিকেলে মহখালীদে শিপুর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ মিছিল শেষ করে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন