সুনামগঞ্জের ছাতকে সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ হওয়ার আগেই আরসিসি ঢালাই ফাঁটলসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে খোঁড়াখুড়ি রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারের কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পরিবেশ। ফলে সীমাহীন কষ্টে চলাচল করছেন এ অঞ্চলের মানুষ। রাস্তার পাশে বসবাসকারীরাও রয়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। এলাকার স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, শিশু-বৃদ্ধরা সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর থেকে লামা-রসুলগঞ্জ সড়কের দোলারবাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে সাড়ে ৫ কোটি টাকায় সংস্কারের কাজ পায় সুনামগঞ্জের দোয়ারাবাজারের মেসার্স আকবর আলী কনট্রাকশনের সত্বাধিকারী নুরুল আমীন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন এ রাস্তায় ছিল ভাঙা, ছোট বড় অসংখ্য গর্ত। ফলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।
দীর্ঘদিন ভোগান্তি পর সড়কে সংস্কারের কাজ শুরু হলে এলাকাবাসী খুশি হয়েছিলেন। কিন্তু ধীর গতিতে কার্যক্রম, রাস্তার দু’পাশে মাটি ভরাট কাজে অনিয়ম, আরসিসি ঢালাইয়ের ফাঁটল, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে অসন্তুষ্ট এলাকাবাসী। এসব অনিয়মের কারণে কাজের স্থায়িত্ব নিয়েও শঙ্কায় আছেন এ অঞ্চলের মানুষ। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নজর দিচ্ছেন না। ইচ্ছেমতো নিজেদের খেয়াল খুশিতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। সড়কের দোলারবাজার এলাকায় প্রায় ৫শ’২৫ মিটার আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হলেও এখানে দেখা দিয়েছে অসংখ্য ফাঁটল। এসব ফাঁটলের কারণে রাস্তার কাজ টেকসই হচ্ছেনা এবং বেশি দিন স্থায়িত্ব হবে না বলে আশঙ্কা করছেন এলাকার সচেতনমহল।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার পরিচয় দিয়ে কামাল আহমদ বলেন, আরসিসি ঢালাইয়ে সামন্য চিরফাঁটা, সমস্যা হবে না। ঠিকাদার নুরুল আমীন বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এখানে কোন অনিয়ম হচ্ছে না। তিনি বলেন, আরসিসি ৫শ’৯৪ মিটারসহ সাড়ে ১০কিলোমিটার রাস্তার কাজ চলছে।
ছাতক উপজেলার সহকারী উপ-প্রকৌশলী রজত কান্তি দাস বলেন, সড়ক সংস্কার কাজে নিয়মিতই তদারকি চলছে। গত সপ্তাহ থেকে রাস্তায় কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। তবে কাজে কিছুটা থীরগতি হলেও কোন অনিয়ম হচ্ছে না বলে তিনি ইনকিলাবের এ প্রতিনিধিকে জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন