শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

প্রেমের নামে পুলিশ কনস্টেবলের প্রতারণা কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে পুলিশ সদস্যের প্রেমের নামে প্রতারণা করায় ছাবিনা ইয়াসমিন সুমি (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে । স্থানীয়রা এ সময় প্রেমিক পুলিশ সদস্য তুহিন (কনস্টেবল নং-৫৬০) এবং তার অপর দুই সঙ্গী মানব (কনস্টেবল নং-৬৩২) ও মামুনকে (কনস্টেবল নং-৫৯৭) আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই ৩ জন গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত। নিহত কলেজ ছাত্রী ছাবিনা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের মো. হাবিবুর মিয়ার মেয়ে। সে বোয়ালমারী সরকারি কলেজের ¯œাতক শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান,পুলিশ সদস্য তুহিন ও ছাবিনার মধ্যে কোন কিছু নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি দৌড় দিয়ে ঢাকা খুলনা মহাসড়কে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কাছে আসে। এ সময় দ্রæত গ্রামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই তিন পুলিশ সদস্যকে ধরে পুলিশে দেয়। গোপালগঞ্জ থানা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। নিহত ছাবিনার বড় বোন খুরশিদা বেগম মোবাইল ফোনে জানিয়েছেন, গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল তুহিনের সঙ্গে তার বোনের ৫/৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তুহিন তাকে বিয়ের প্রলোভন দিয়ে ঘুরাচ্ছিলো। রোববার তুহিনের সাথে দেখা করতে গোপালগঞ্জে যায় ছাবিনা। তুহিন বিয়ে করতে রাজি না হওয়ায় ছাবিনা আত্মাহুতি দিয়েছে বলে তার ধারণা। তিনি এ ঘটনার বিচার চান। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন কনস্টেবলকে থানায় নিয়ে আসা হয়েছে। কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, পুলিশ কনস্টেবল তুহিনের সঙ্গে নিহত ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। বাকী ২ কনস্টেবলের উপস্থিতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মেয়েটির অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা অভিযোগ দিলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন