মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়া

সাংবাদিকদের-ওবায়দুল-কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম | আপডেট : ১২:৩৪ এএম, ৬ মার্চ, ২০২০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নরেন্দ্র মোদির বিরোধিতা মূল লক্ষ্য নয়, বিএনপির মতলব হচ্ছে মুজিববর্ষ পন্ড করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। বঙ্গবন্ধুকে বিএনপির সহ্য হয় না। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে তারা জড়িত। বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড এই পার্টি। যদিও তখন পার্টি ছিলো না, তবে তাদের প্রতিষ্ঠাতা নিজেই এই হত্যাকান্ডের মাস্টারমাইন্ড।

গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে, মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের সাধারণ সম্পাদক। মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল হুমকি দিচ্ছে এতে সরকার শঙ্কিত কি না? জবাবে কাদের বলেন, আমরা সেরকম কিছু পাচ্ছি না। আয়োজন যথাযথভাবে এগিয়ে চলছে। ঐতিহাসিক আয়োজন সারা দেশের মানুষসহ বিদেশেও ব্যাপক সাড়া জেগেছে মুজিববর্ষকে সামনে রেখে। এখানে আমাদের জাতীয় কমিটি এবং দলের মধ্যে আয়োজন চলছে। আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কোনো বাধা বা প্রতিবন্ধকতা দেখছেন না।

পিরোজপুরের জেলা দায়রা জজকে বদলির ঘটনা এবং বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার কর্মকান্ডে সরকার বিব্রত নয় বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। সেখানে যদি কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেটার সমাধান তারাই করবেন।

পিরোজপুরে বিচারক বদলির ঘটনায় আওয়ামী লীগ বিব্রত নয় জানিয়ে তিনি আরও বলেন, আমরা আইনের শাসনে এবং বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। এই বিষয়ে দলীয়ভাবে মন্তব্য করবো না। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণে কোনও বিচ্যুতি দেখলে দলীয়ভাবে ব্যবস্থা নেবো।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ইস্যু খোঁজার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। এটা সম্পূর্ণভাবে আইন ও বিচার বিভাগের বিষয়। বহিষ্কৃত যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার অপরাধের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, আমরা বিব্রত হই না, আমরা ব্যবস্থা নেই। অপরাধীরা নজরদারিতে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, শেখ হাসিনা কাউকে ছাড় দেন না; তার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা এবিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।

এসময় ঢাকা-১০ সংসদীয় আসনে উপনির্বাচনের সমন্বয়ক হিসেবে দলের সভাপতিন্ডেলীর সদস্য আবদুর রহমান এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক হিসেবে দলের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন