শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ওকস

আইপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ৪:০২ পিএম

আগামী ২৯ মার্চ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ সংস্করণ। প্রথম দিনেই মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু তার আগেই দু:সংবাদ শুনতে হলো এই ফ্র্যাঞ্জাইজিটিকে। টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন দিল্লির ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।

গেল ১৯ জানুয়ারি আইপিএল নিলামে দেড় কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের এই অল-রাউন্ডারকে কিনে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগ মুহুর্তে নিজের অপারগতার কথা জানিয়ে দেন ওকস। তার বিকল্পও খোঁজা শুরু করে দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

জানা গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ক্রিস ওকস। দেশের হয়ে মাঠে নামার আগে নিজেকে তরতাজা রাখতে চান তিনি। তবে কাগিসো রাবাদা ও ইশান্ত শর্মার চোটের পর ওয়াকসের এই সিদ্ধান্ত নিঃসন্দেহ সমস্যায় পড়বে দিল্লি ক্যাপিটালস।

২৯ মার্চ মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটলাস ত্রয়োদশ আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন