স্পোর্টস রিপোর্টার : ৫০ জনকে নিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে রাগবি প্রশিক্ষণ শিবির। সোমবার রাঙ্গামাটির পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহযোগিতায় পার্বত্য অঞ্চলে কেন্দ্রীয় স্টেডিয়ামে খেলোয়াড়দের দশদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবির শুরু হয়। রাঙ্গামাটির মেয়র আকবর হোসেন চৌধুরী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুন বিকাশ দেয়ান উপস্থিত ছিলেন। হায়দার আলী প্রশিক্ষণ শিবিরটি পরিচালনা করছেন। ৪০ জন ছেলে ও ১০ জন মেয়ে এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন