শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জিম্বাবুয়ে বেশ শক্ত প্রতিপক্ষ : মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৪:৪৯ পিএম

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বাংলাদেশের হাতে বেশি সময় নেই। এজন্য এখন থেকেই বিশ্বকাপ নিয়ে ভাবছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগামীকাল (সোমবার) থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লড়াইয়ে নামার আগে আজ (রোববার) এমনটাই জানিয়েছেন তিনি।

দল হিসেবে টি-টোয়েন্টিতে উন্নতির সময়টা এখন মনে হয়েছে মাহমুদউল্লাহর। তাই এ তারকা সোমবার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে চোখ রাখছেন তীক্ষ, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দূরে নেই। দল হিসেবে উন্নতি করার এটাই সঠিক সময়। একেকটি ম্যাচ ধরে এগোলে এবং জিতলে আত্মবিশ্বাস বাড়বে।’

টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দল বলে কিছু নেই। যে দিন যে দল ভালো খেলবে সেই জিতবে। তবে এ ফরম্যাটে সব সময় বাড়তি একটা চ্যালেঞ্জ থাকে। যা জয় করতেই সোমবার মিরপুরে নামবে বাংলাদেশ। আজ এ বার্তাই দিয়েছেন অধিনায়ক,‘চ্যালেঞ্জ তো থাকবেই। যার সঙ্গে খেলুন, প্রতিটি দলই চ্যালেঞ্জিং। আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজে ভালো ক্রিকেট খেলে জিতেছি। তারপরও এই সংস্করণে জিম্বাবুয়ে বেশ শক্ত প্রতিপক্ষ। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটসম্যান-বোলাররা ভালোভাবে তাদের কাজটা করছে। সব কিছু মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলছি। এটাই বজার রাখার আশা থাকবে।’

যেকোন ফরম্যাটের ক্রিকেটে জিম্বাবুয়ে ভালো দল। তাই তাদের বিপক্ষে জয় পাওয়া টি-টোয়েন্টি সহজ হবে না বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। তবে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে সফরকারীদের হারাতে পারবে বাংলাদেশ। বিশ্বাস এ ডানহাতি ব্যাটসম্যানের, ‘জিম্বাবুয়ে খুবই ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলছে। আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে সাফল্য পাব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন