শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সনজিতের বদলে মোসাব্বেক

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অবৈধ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ সনজিত সাহা, একদিন আগেই তা নিশ্চিত করেছে আইসিসি। তাই তার বদলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলে নেয়া হয়েছে মোসাব্বেক হোসেন সানকে। সনজিতের মতো মোসাব্বেকও অফ স্পিনার, পাশাপাশি ব্যাটের হাতও বেশ ভালো। অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাচেরই অংশ ছিলেন ১৭ বছর বয়সী এই অলরাউন্ডার। খেলছিলেন নিয়মিতই। তবে গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরের পর জায়গা হারান দলে।
মোসাব্বেকের বড় ভাই মোসাদ্দেক হোসেন বাংলাদেশের হয়ে খেলেছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। পরে আলোচনায় উঠে এসেছেন ঘরোয়া ক্রিকেটের রানের জোয়ার বইয়ে দিয়ে। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকও হয়েছে মোসাদ্দেকের। নানা কারণে পথ থেকে খানিকটা ছিটকে পড়েছিলেন ছোট ভাই মোসাব্বেক। তবে সনজিতের দুর্ভাগ্যই তার জন্য বয়ে আনল সৌভাগ্য।
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রশ্নবিদ্ধ হয় সনজিতের বোলিং অ্যাকশন। পরে ভিডিও বিশ্লেষণ করে দ্বিতীয় ম্যাচের আগের রাতে আইসিসির বিশেষজ্ঞ কমিটি জানিয়ে দেয়, অবৈধ অ্যাকশনের কারণে বোলিং করতে পারবেন না সনজিত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন