শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা নয়, মোদি ভাইরাস’ ভারতের অর্থনীতি শেষ করেছে : তৃণমূল নেতা অনুব্রতর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১:০৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণঘাতী করোনাভাইরাস থেকেও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন সে দেশের তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল। সম্প্রতি বীরভূমের গুসকরা শহরে আউশগ্রাম বিধানসভা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে এক সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন অনুব্রত মন্ডল।
অনুব্রত মন্ডল বীরভূমের তৃণমূল সভাপতি। অনুব্রত মন্ডল বলেন, ‘মানুষ করোনা নিয়ে শংকিত। তবে আমি বলছি এই মোদি থেকে আর বড় ভাইরাস কি আছে? এই ভাইরাসে ভারতের অর্থনীতি শেষ হয়ে গেছে। ইয়েস ব্যাংক লোপাট হয়ে ডুবে গেছে। এখন করোনার মতো ভারতে চেষ্টা চলছে মোদি ভাইরাসকে কিভাবে নষ্ট করা যায়। এর জন্য পশ্চিমবঙ্গে ওষুধ আবিস্কারের গবেষণা চলছে। করোনা থেকেও ভয়ঙ্কর হলো মোদি ভাইরাস।’
বির্তকিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুব্রত বলেন, ‘সারা ভারতের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম এনআরসির বিরোধিতা করেছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দিয়েছিলেন, ধর্মে বিভেদকারী এই এনআরসি পশ্চিমবঙ্গ মানবে না। এখন মমতার দেখাদেখি মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, রাজস্থান- সব রাজ্যই বলছে মানব না। তাদের এই বোধদয়কে স্বাগত জানাই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন