শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনার প্রভাব মিরপুরেও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশে এখন পর্যন্ত তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বিষয়টি ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। খেলার মাঠেও এবার এ ভাইরাসের প্রভাব পড়ছে। প্রাণঘাতী এই ভাইরাস সতর্কতায় মাঠে দর্শক উপস্থিতি নিয়ে ভাবতে হচ্ছে প্রতিটা আয়োজক সংস্থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকেট বিক্রির ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গতকাল বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একজনের কাছে একটির বেশি টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এর প্রভাব পড়েছে গ্যালারিতে। মিরপুরের মাঠ দর্শকশূণ্য দেখার নজির নেই। তবে এবার করোনাভাইরাসের প্রভাবে নতুন রূপে দেখা গেল গ্যালারিকে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘সতর্কতা হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকেট বিক্রি কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমন নয়। একজনের কাছে একটার বেশি টিকেট বিক্রি করা হবে না। সবখানেই যেহেতু সতর্কতা অবলম্বন করা হচ্ছে, বিসিবিও এটা নিয়ে ভাবছে।’

এই সিরিজ তো আছেই, বিসিবি এখন ভীষণ চিন্তিত ২১ ও ২২ মার্চ হতে যাওয়া এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে। চিন্তিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে আয়োজিত অন্যান্য আয়োজন নিয়েও। এরই মধ্যে সরকার বিভিন্ন আয়োজন কাটছাঁট করছে। বিসিবিও কি সেই পথে হাঁটবে? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলছেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আয়োজনের ব্যাপারে কাল কিছু সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনা এখনো আগের মতোই আছে। (করোনার ব্যাপারে) সরকারের যেহেতু নির্দেশনা আছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
লীলাবতী শাপলা ১০ মার্চ, ২০২০, ১:১২ এএম says : 0
বাংলাদেশ এর মানুষ করোনা ভাইরাস এর কথা শুনে কাঁপতে শুরু করেছে । করোনা ভাইরাস এ ১০০০ জন আক্রান্ত হলে ২ জন মারা যাওয়ার সম্ভবনা থাকে । অথচ আমাদের দেশে প্রতি মিনিটে গাড়ি চাপাই মারা যায় প্রায় পঁচিশ জন । যা করোনা ভাইরাস এর চেয়েও ভয়ংকর ব্যাপার । যারা এই ভয়ঙ্কর ব্যাপার কে voi পাই না , তারা আবার voi পাই করোনা ভাইরাস কে আজব ?
Total Reply(0)
Arodhy Moon ১০ মার্চ, ২০২০, ১:১৩ এএম says : 0
আমি দেশে মাস্কের আকাল দেখছি না।যা দেখছি তা হচ্ছে ব্যাবসায়ী মহলের সেচ্ছাচারিতা।যাহোক,মাস্ক নিয়ে আর পেঁয়াজি ব্যাবসা না হোক।যদিও মাস্ক করোনা মুক্তির প্রতিষেধক নয়।
Total Reply(0)
Firoz Almamun ১০ মার্চ, ২০২০, ১:১৩ এএম says : 0
অবাক তো হই তখন যখন সারা বিশ্ব, করোনা ভাইরাসের আক্রান্তদের ফ্রী চিকিৎসা দিচ্ছে, তখন শুনি বাংলাদেশে নিজের খরচে চিকিৎসা নিতে হবে, যাবতীয় খরচ নিজের বহুল করতে হবে
Total Reply(0)
Khaled Hossain ১০ মার্চ, ২০২০, ১:১৪ এএম says : 0
আল্লাহ বিশ্বের ১৮০ কোটির মুসলমানের মধ্যে যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতের উছিলায় ; করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে মুক্ত করে দাও --আমিন
Total Reply(0)
Billal Hossain ১০ মার্চ, ২০২০, ১:১৪ এএম says : 0
যত দ্রত সম্ভব করোনাভাইরাস প্রতিরোধ করতে হলে বিষেস করে ইস্কুল কলেজ ও জনসভা ৩/৪ সাপ্তাহ জন্য বন্দ করে দেওয়া উচিৎ জন বহুল দেশ বাংলাদেশ
Total Reply(0)
saif ১০ মার্চ, ২০২০, ৪:০৩ পিএম says : 0
করোনা ভাইরাস এ আতঙ্ক না হয়ে পূর্বে সতর্কতা মূলক ব্যবস্থা নিলে আল্লাহর রহমতে আপনার ভয়ের কোনো কারণ নেই। সর্ব সাধারণের অবগতির জন্য বলছি দয়া করে জনগণের মাঝে কোনো আতঙ্ক ছড়াবেন না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন