শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নারীরা এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যাবে

বিপিডব্লিউএন’র কর্মশালয় ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

নারীরা এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কে (বিপিডব্লিউএন) ডিএমপি ও ঢাকা রেঞ্জ সমন্বয় সভা ও কর্মশালায় এ কথা বলেন তিনি। গতকাল সকালে রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের পদাচরণ এবং সব ক্ষেত্রেই নারীদের ভূমিকা পুরুষের চেয়ে কম নয়। একজন নারী শুধু কর্মক্ষেত্রেই ভূমিকা রাখেন না বরং পরিবারের সব কিছুই দেখাশুনা করেন।
তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে নারী পুলিশের কাজ করা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়েই প্রতিটি ক্ষেত্রে সফলতার সাথে কাজ করছে নারী পুলিশ। বাংলাদেশ নারী পুলিশ এখন দেশের সীমানা ছাড়িয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রসংশনীয় ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার ও সভাপতি বিপিডব্লিউএন আমেনা বেগম প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন