শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে হাতকড়া খুলে অস্ত্র মামলার আসামির পলায়ন

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৪:১১ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে নেয়ার সময়
শাহিন আলম সবুজ (৩৫) নামে এক অস্র মামলার আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন আদালতে এ ঘটনা ঘটে। আসামী পলায়নের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, হাজিরা দিতে সোমবার কাশিমপুর কারাগার থেকে ২৩ জন এবং গাজীপুর জেলা কারাগার থেকে ২৭ জনসহ মোট ৫০ জন আসামিকে একটি প্রিজনভ্যানে করে আদালতে নিচ্ছিল পুলিশ। পরে ভ্যান থেকে হাতকড়া পড়া অবস্থায় একত্রে সকলকে নামিয়ে হাজতে নেয়ার সময় ভিড়ের মধ্যে কৌশলে আসামি সবুজ হাতকড়া খুলে পালিয়ে যায়। হাজতে নেয়ার পর আসামি গণনাকালে একজন আসামি পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা গেছে আসামিদের মধ্যে সবুজ নেই। এরপর পুলিশ তার সন্ধানে পুরো এলাকায় অভিযান শুরু করেছে।
মঙ্গলবার এ রিপোট পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় আসামি পলায়নের বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পালিয়ে যাওয়া আসামী সবুজকে গ্রেফতারে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন