শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘পাকিস্তানে এই আত্মবিশ্বাস কাজে লাগবে’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৬:২২ পিএম

গত বছর শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তানে শুধু হারই দেখেছে বাংলাদেশ। অবশেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ছন্দে ফিরেছে লাল সবুজ জার্সিধারীরা। টেস্ট, ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে মাহমুদউল্লাহরা। আর খেলোয়াড়দের এই জয়ের মানসিকতা পাকিস্তানেও কাজে লাগবে বলে মনে করেন তরুণ মেহেদী হাসান।

আজ (মঙ্গলবার) এই অলরাউন্ডার বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের সবকিছু ভালো হচ্ছে। এই সিরিজ দিয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আশা করি পরবর্তী সিরিজগুলোতে কোনও সমস্যা হবে না। সামনেই আমাদের পাকিস্তানের সঙ্গে খেলা আছে। ওখানে একটা ওয়ানডে ও টেস্ট আছে। আশা করি এই আত্মবিশ্বাস কাজে লাগবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই প্রভাব বিস্তার করে খেলেছে বাংলাদেশ দল। স্বাগতিক খেলোয়াড়দের দারুন ভাবে উজ্জীবিত করেছে অধিনায়ক মাহমুদউল্লাহ। এ প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে ড্রেসিংরুমে আসার পর থেকে সিনিয়রদের আলোচনা করতে শুনেছি, প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ক্রিকেট খেলার কথা। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ইতিবাচক কথাবার্তা বলেছিলেন ড্রেসিংরুমে। খুব সাহসী মানসিকতা নিয়ে এনার্জেটিক ক্রিকেট খেলার কথা বলেছেন তিনি। এভাবে খেলতে পারলে সামনের সিরিজগুলোতেও আমরা প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন