এবড়ো থেবড়ো জমি, পেছনে পাইন গাছের বন। ঠাÐা এক ঝলক হাওয়ায় মাঝে মাঝে বারুদের গন্ধ ভেসে আসে আফগানিস্তানের গ্রাম জাঘোরিতে। স্বজন হারানো হাজার হাজার মানুষের হা-হুতাশও কান পাতলে শোনা যায়। এখানেই একটি ছোট্ট ছেলে বাবা-র কাছে বায়না ধরে, ‘আমায় মেসির জার্সি কিনে দাও’। গরীব বাবার যে সে অর্থ নেই তা বোঝার ক্ষমতাও হয়নি ৫ বছরের মুর্তজা’র। অগত্যা দাদা একটি নীল-সাদা প্লাস্টিক ব্যাগ কেটে জার্সি বানিয়ে দেয় তার বোন। তাই পেয়েই ভীষণ খুশি সে। ইন্টারনেটে এই ছবি এখন রীতিমতো ভাইরাল। যা চোখ এড়ায়নি ফুটবল জাদুকরেরও। সুদূর প্রাচ্যের ৫ বছরের একটি ছেলে যে তাঁর এত বড় ফ্যান, তা স্বপ্নেও হয়তো ভাবেননি মেসি। তাই খবর পেয়ে তাঁর ‘সব থেকে বড় ফ্যানের’ সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন তিনি। কথায় আছে, যদি এক মনে ডাকা যায়, তবে ঈশ্বর স্বয়ং দেখা দেন। মুর্তজার ক্ষেত্রে কথাটা একেবারে খেটে যায়। যদিও এ খবর এখনও মুর্তজার কানে যায়নি। গেলে কী হবে তা সহজেই অনুমেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন