মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তৃতীয়স্থানে উঠল লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১:১৯ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল)’র ২৪তম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠল লাহোর কালান্দার্স। মঙ্গলবার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাহোর এক বল হাতে রেখেই ৫ উইকেটে হারায় পেশোয়ার জালমিকে। টসে জিতে লাহোর প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পেশোয়ারকে। ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি শোয়েব মালিক ও হায়দার আলীর হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৮৭ রান। শোয়েব ৪৩ বলে ৬২ ও হায়দার ৪৩ বলে ৬৯ রান করেন। লাহোরের শাহীন আফ্রিদি ২৮ রানে ৩ উইকেট তুলে নেন। সামিত প্যাটেল ৩৭ রানে পান ২ উইকেট।

জবাবে জয়ের জন্য লক্ষ্য তাড়া করতে নেমে লাহোর কালান্দার্স ওপেনার ফখর জামান ও ক্রিস লিনের হাফসেঞ্চুরিতে ১৯.৫ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে সহজ জয় তুলে নেয়। ফখর ৪৬ বলে ৬৩ ও ক্রিস লিন ৩২ বলে করে ৫৯ রান। পেশোয়ারের কার্লোস ব্রাথওয়েট ২৮ রানে পান ৩ উইকেট। বিজয়ী দলের ফখর জামান ম্যাচ সেরার পুরস্কার পান।

এই জয়ে আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানে জায়গা পেল লাহোর কালান্দার্স। নয় ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে আগের দ্বিতীয়স্থান ধরে রাখলো পেশোয়ার জালমি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন