মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেষ আটে লিপজিগ-আতলান্তা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৪:০৫ এএম

নিজের চতুর্থ গোলের পর জোসিপ লিসেকের উদযাপন-দ্য গার্ডিয়ান


চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল বুন্দেসলিগার দল লিপজিগ ও ইতালিয়ান সিরিআর ক্লাব আতলান্তা। মঙ্গলবার রাতে রেড বুল অ্যরেনায় টটেনহ্যামকে আতিথ্য দেয় লিপজিগ। সে ম্যাচে ৩-০ ব্যবধানে জেতে স্বাগতিক দল। দুই লেগে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট কাটল তারা। একই রাতে মেসটালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে আতলান্তা। দুই লেগে ৮-৪ অগ্রগামিতায় পরের রাউন্ডে পৌঁছে যায় ইতালিয়ান দলটি।

প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল জার্মান ক্লাবটি। এরআগে শেষ ষোলর প্রথম লেগে আতলান্তার মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল ভ্যালেন্সিয়া।

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের শুরুতেই মার্সেল সাবিতজার নৈপুন্যে ব্যাবফুটে চলে যায় হোসে মরিনহোর দল। ম্যাচের ১০ মিনিটে নিজের প্রথম গোল করার পর ২১ মিনিটে দ্বিতীয় গোল করেন এই অস্ট্রিয়ার মিডফিল্ডার। প্রথমার্ধে আর কোন দলই জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা যখন প্রায় শেষ, ম্যাচের ৮৭তম মিনিটে ইমিল ফোর্সবার্গের গোলে আরেকবার লিড নেয় স্বাগতিক দল। চ্যাম্পিয়ন্স লিগে বিদায় ঘন্টা বেজে যায় ইংলিশ ক্লাবটির।

আরেক ম্যাচে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইতালিয়ান ক্লাব আতলান্তা। ম্যাচের ৩ মিনিটেই গোলমুখের দরজা খোলেন জোসিপ লিসেক। এর ১৪ মিনিট পর গোল শোধ করেন কেভিন গামিরিও। প্রথমার্ধের শেষদিকে নিজের ২য় গোল করেন লিসেক। দ্বিতীয়ার্ধের শুরুতে গামিরিওর গোলে সমতায় ফেরে স্প্যানিশ দলটি। এরপর ৬৭তম মিনিটে ফেরেন টরেসের গোলে লিড নেয় ভ্যালেন্সিয়া। তবে সেই লিডমাত্র ৪ মিনিট স্থায়ীত্ব পেয়েছে। ৭১তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন স্লোভানিয়ার মিডফিল্ডার লিসেক। ম্যাচের ৮২তম মিনিটে ম্যাচের ও নিজের চতুর্থ গোল করেন লিসেক।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের খেলায় বুধবার রাতে মুখোমুখি হবে লিভারপুল-অ্যাতলেটিকো মাদ্রিদ ও পিএসচি-বরুশিয়া ডর্টমুন্ড।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন