শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনা আতঙ্কে আপাতত দুই সপ্তাহ স্থগিত লা লিগা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৫:৪৮ পিএম

ইতালিয়ান সিরি’আ স্থগিত হয়েছে আগেই। এবার সপ্যানিশ লা লিগাও স্থগিত হয়ে গেল। করোনা ভাইরাসের প্রকোপে লা লিগা আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে অবস্থা বিবেচনা করে শুরু হবে হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে এক বার্তায় লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাসের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল দলের খেলোয়াড়ের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। এরপর ফুটবল দলসহ সবাইকে সতর্কতা হিসেবে ১৫ দিনের জন্য গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই লা লিগা স্থগিত করে দেওয়ার ঘোষণা এলো। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ক্লাবের অনুশীলন সুবিধাসহ সবকিছু বন্ধ থাকবে। আপাতত কোনো ম্যাচ হবে না বলেই সিদ্ধান্ত জানিয়েছে।

এর মানে রিয়াল মাদ্রিদের সাথে ম্যান সিটির চ্যাম্পিয়নস লিগের পরের সপ্তাহে যে ম্যাচ হওয়ার কথা ছিল, সেটিও প্রায় নিশ্চিতভাবে হচ্ছে না। অবশ্য এ নিয়ে ইউয়েফা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন