শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

সেই ছেলেটি

কাজী মারুফ | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

কাজী মারুফ
সেই ছেলেটি

একটা ছেলে দেশকে নিয়ে ভাবতো সারাক্ষণ
খুব মেধাবি বুদ্ধিমান ও বিশাল ছিলো মন
গরিব দুঃখীর বন্ধু হয়ে থাকতো পাশে রোজ
প্রতিবেশি আত্মীয়দের রাখতো গিয়ে খোঁজ।
এমনিভাবে সেই ছেলেটির নামটা যে ছড়ায়
খুব সহজে সব মানুষের প্রিয় হয়ে যায়
মাঝেমাঝে গভীর ধ্যানে থাকতো উদাসীন
এমনিভাবে দিনগুলো তাঁর কাটছিলো রঙ্গিন।
সময় তখন উনিশশত একাত্তরের দিন
দেশটি তখন হয়নি স্বাধীন ছিলো পরাধীন
পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্থানি দল
ঘুমন্ত বাঙ্গালির ওপর চালায় গুলির কল।
সেই ছেলেটি বাংলা বলে দেয় জোরে হুংকার
এরপরেতে জেলখানাতে বন্দি জীবন তার।
বাঙ্গালিরা নামলো মাঠে রাখতে দেশের মান
শপথ করে করবে স্বাধীন যায় যদি যাক প্রাণ।
লক্ষ প্রাণের রক্ত দানে ঘাতক করে শেষ
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে স্বাধীন হলো দেশ
মাটির মাঝে মিশে আছে সেই ছেলেটির ঘাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই ছেলেটির নাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন