শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চেলসি ছাড়ছেন টেরি

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দল এফএ কাপের শেষ ষোলয় পা রাখার পরের দিনই শিরোনাম হল সংবাদটা। চেলসির জার্সি গায়ে শেষ মৌসুম খেলছেন জন টেরি। মৌসুম শেষেই চেলসির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চেলসি ক্যাপ্টেনের। কিন্তু এখনো নতুনভাবে চুক্তির কোন প্রস্তাব তার কাছে আসেনি। বাকিটা তার মুখ থেকেই শুনিÑ ‘আদর্শগতভাবে আমি এখানে থাকতেই ভালোবাসি। কিন্তু ক্লাব ভিন্ন সুর দিচ্ছে।’ চেলসির একজন মুখপাত্র অবশ্য বলেছেন, টেরিকে নতুনভাবে চুক্তির জন্য প্রস্তাব দেওয়া হতে পারে। সাবেক ইংলিশ অধিনায়ক এখনো প্রিমিয়ার লিগ খেলতে চান, এবং সেটা অন্য কোন দলের হয়ে নয়।
৩৫ বছর বয়সি এই ডিফেন্ডার স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেন ১৪ বছর বয়সে। ক্লাবের হয়ে ৬৯৬টি ম্যাচ খেলে ৪ বার জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা, ৫টি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। প্রিমিয়ার লিগে তার করা ৪০টি গোল ডিফেন্ডার হিসেবে আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। গেল মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে দলের নিয়মিত সদস্য হলেও চলতি মৌসুমে হোসে মরিনহোর দলে উপেক্ষিত হয়ে পড়েন টেরি। তার দলের বর্তমান অবস্থাটাও নাজুক। লিগে ১৩তম অবস্থানে। যদিও চ্যাম্পিয়ন্সলিগের শেষ ষোলয় পা রেখেছে দলটি। বিদায় নিয়েছে লিগ ওয়ান থেকে। তবে এফএ কাপে পরশু রাতে তারা দ্বিতীয় সারির দল এমকে ডনসকে হারায় ৫-১ গোলে। দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্করের হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল করেন হ্যাজার্ড ও বেরত্রান্দ ত্রাওর। পঞ্চম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন