সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে একে একে বন্ধ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৫:০৭ পিএম | আপডেট : ৬:২৮ পিএম, ১৪ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশে সাময়িকভাবে বন্ধ হচ্ছে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে। অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অলস সময় কাটাচ্ছেন, স্থানীয়রা। অনেকটাই বন্ধ হয়ে গেছে খুচরা বাজারে কেনাবেচা। বিভিন্ন পণ্যের সংকটও দেখা দিয়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে বাড়িতে বসে অফিসের কাজ করার নির্দেশনা দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। সদরদপ্তরে কর্মরতদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

এছাড়া কর্মীদের চীন, ইরান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের সব দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বব্যাংক ও আইএমএফ। আইএমএফের সদরদপ্তরে কর্মরত একজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় এসব নির্দেশনা জারি করে সংস্থা দুইটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন