রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতে বন্ধ হলো সব ধরনের ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৬:৩০ পিএম

ভারতে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরআগে স্থগিত হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। সিসিসিআইয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ভারতে কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে না।

যেসব টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে- পেটিএম ইরানি কাপ, সিনিয়র নারী ওয়ানডে নকআউট টুর্নামেন্ট, ভিজ্জি ট্রফি, সিনিয়র নারী ওয়ানডে চ্যালেঞ্জার, নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি লিগ, সুপার লিগ এবং নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ নকআউট এবং নারী অনূর্ধ্ব-২৩ ওয়ানডে চ্যালেঞ্জার।

১৭ দিন পিছিয়ে বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর আইপিএল মাঠে গড়াবে ১৫ই এপ্রিল। আর ভারত সফরে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। গত বৃহস্পতিবার ধর্মশালায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন